19.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedক্যান্সারে আক্রান্ত ববি শিক্ষার্থী হীরার বেঁচে থাকার মিনতি ।

ক্যান্সারে আক্রান্ত ববি শিক্ষার্থী হীরার বেঁচে থাকার মিনতি ।

আরিফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের,২০১৯-২০ শিক্ষাবর্ষের,মেধাবী শিক্ষার্থী মোঃ হিরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।গত ২৫ মে তার ব্লাড ক্যান্সার সনাক্ত হয়।দিনে দিনে আমার তার অবস্থা খারাপ হচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। মাথা, গলা, বুক সবখানেই ব্যথা করে।এমনকি ঠিকভাবে এখন কথাও বলতে পারছে না।এমতাবস্থায় সকলের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।

হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে প্রথমে বরিশাল শের- ই বাংলা হাসপাতালে ডাক্তার দেখালে পরীক্ষা-নিরীক্ষার পরও কোন রোগ পরও ডাক্তার কোনো রোগ শনাক্ত করতে পারেনি।পরবর্তীতে আরো ২ জন ডাক্তার দেখালে তার রক্ত ক্যান্সার শনাক্ত হয়। হিরা বলেন, ইসিজি, সিটি স্ক্যান, অনেক গুলো ব্লাড টেস্ট, FNAC এবং বায়োপসিসহ আরো ২ টা পরীক্ষা করে ধরা পরে Non hodgkin Lymphoma (ব্লাড ক্যান্সার)।এখন পর্যন্ত অনেক ডাক্তারকে দেখিয়েছি একজন আর একজনের কাছে রেফার করে।আমার রোগ খুজে বের করতেই অনেক গুলো টাকা চলে গেছে। এখনো বেশ কিছু টেস্ট করা বাকি। তারপর শুরু হবে ট্রিটমেন্ট। এখনো আমার ট্রিটমেন্টই শুরু করতে পারিনি।

তিনি উল্লেখ করেন,আমার বাবা নেই। আমার অভিভাবক বলতে আমার মা আর ছোট।আমার বাবা না থাকায় আর্থিক অবস্থা খুবই খারাপ।আমার পরিবারে পক্ষে আমার চিকিৎসার এতো খরচ এখন আর বহন করা সম্ভব হচ্ছে না।

হিরা আরো বলেন,এখন আমি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগে ভর্তি আছি। কি করবো বুঝতেছি না। মানসিক ভাবে ভেঙে পড়েছি। প্লিজ আপনারা যদি কেউ কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন, হয়তো আমি বেঁচেও ফিরতে পারি।একটা সুস্থ জীবন পেতে পারি। আমাকে কোনো প্রকার তথ্য বা উপদেশ দিতে পারলেও আমার অনেক উপকার হবে।আমি সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই।

আর্থিক সহায়তা পাঠান যাবে এই নম্বরে

-01648464284 (বিকাশ)

01930606461 ( রকেট)

01762649764 ( নগদ)

আরিফ হোসাইন, ববি প্রতিনিধি ০১৬০৯১০৬১১১

Most Popular

Recent Comments