২০০৩ সালে ২১ বছর বয়সে জিমি অ্যান্ডারসনের টেষ্ট অভিষেক হয়েছিল লর্ডসে। সাদা পোষাকে জীবনের প্রথম টেস্টেই জিমি জানান দিয়েছিলেন কিছু একটা। সেই কিছু একটা কি ছিল?
জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে নতুন বলে ম্যাথু হগার্ডের সঙ্গী অভিষিক্ত জিমি অ্যান্ডারসন। ফার্স্ট স্পেলের তৃতীয় ওভারের শেষ বল, অফ স্টাম্পের বাইরে সামান্য পিচ করিয়ে ফুল লেন্থ ডেলিভেরি। বলের লাইন মিস করে বোল্ড হলেন মার্ক ভারমিউলিন । খানিক বিরতি দিয়ে ইনসুইংগিং ইয়র্কারে বোল্ড হিথ স্ট্রিক। পরের বলে আবারো ফুল লেন্থ স্ট্রেইট ডেলিভেরিতে বোল্ড ট্রাভিস ফ্রেন্ড। সাদা পোশাকের ক্যারিয়ারে প্রথম তিন উইকেটই ‘বোল্ড’। ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলেই উইকেট “on a hat-trick!”। যদিও শেষ পর্যন্ত তা হয় নি।
তবে জিম্বাবুয়ের শেষ দুই উইকেট নিয়ে অভিষেকেই অনার্স বোর্ডে নাম লেখান এই ইংলিশ ম্যান। স্বপ্নের মত শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। সময়ের পরিক্রমায় সাদা পোশাকের নাম্বার ওয়ান বোলার হয়েছেন। নিজের সময়ের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ও সবার শীর্ষে জিমি অ্যান্ডারসন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ২২ গজে দাঁপিয়ে বেড়াচ্ছেন এখনও। ক্যারিয়ারে ১৭ টি বসন্ত পার করা জিমি অ্যান্ডারসনের আজ ৩৮ তম জন্মদিন।
শুভ জন্মদিন জেমস মাইকেল অ্যান্ডারসন