ঝালকাঠি প্রতিবেদক,
সিদরাতুল মুনতাহা শাকিরা ঝালকাঠির মেয়ে। জেলার সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী শাকিরা এরই মধ্যে চিত্রাঙ্কনে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
গতবছর ২০১৯ সালের এপ্রিলে বাংলাদেশ-তুরষ্ক ফ্রেন্ডশিপ আর্ট কম্পিটিশন ও তুরষ্কে অনুষ্ঠিত টিআরটি ৪১তম ইন্টারন্যাশনাল চিলড্রেন’স আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়ে সিদরাতুল মুনতাহা অর্জন করে বিশেষ সম্মাননা ও সনদ।
বাংলাদেশ থেকে সেবারে সুযোগ পাওয়া মাত্র তিনজন শিশুর একজন সে হওয়ায় তার এলকার সর্বস্তরের মানুষের মধ্যেও আনন্দ বয়ে যায়। তার সম্পর্কে তার কাকা পলাশ তালুকদার জানান, ‘শাকিরা চিত্রাঙ্কন ও আবৃত্তিতে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসেও শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় পুরষ্কৃত হয়েছে। শিক্ষাসহায়ক সকল কার্যক্রমে সে অংশ নেয়।’
সিদরাতুল মুনতাহার বড় কাকা শফিউল আযম প্রিন্সও উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন ‘ও এলাকার বইপাঠ প্রতিযোগিতা, পতাকা কম্পিটিশন, জেলা গণগ্রন্থাগার ও শিশু একাডেমির সকল প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরষ্কৃত হয়।’
মুনতাহার মা নাযমুন্নাহার সারা ও বাবা রাজু তালুকদার মেয়ে সম্পর্কে বলেন, ‘ও রঙ আর তুলির আঁচড়ে বাংলাদেশকে সম্মানিত করবে এবং স্বকীয় অবস্থানে নিজেকে নিয়ে যাবে এটা আমাদের স্বপ্ন’
সিদরাতুল মুনতাহা এখন মৌলিক ছবি আঁকতে পারে। খুব ছোটো থাকতে তার মায়ের কাছে ছবি আঁকার হাতেখড়ি হয়। ঝালকাঠি তথা বাংলাদেশের গর্ব মুনতাহা এগিয়ে যেতে সবার দোয়া চায়।