14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনখাল দখল মুক্ত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানব বন্ধন।।

খাল দখল মুক্ত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানব বন্ধন।।

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।।

কলাপাড়াপৌর শহরের জিন খালের চিংগরীয়া, পশ্চিম বাদুরতলী, এতিম খানার রহমতপুর অংশ দখল মুক্ত করা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে এই সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক আতাজুল ইসলামের সঞ্চালনায়, কলাপাড়া নাগরীক উদ্যোগের সভাপতি কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু,পল্লিবিদ্যুৎ সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি প্রভাষক ইউসুফ আলী,নাগরিক উদ্যোগের সদস্য উত্তম দাস সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা কলাপাড়ায় দখলবাজদের খাল দখলের কারনে নাগরীক জীবনের নানা সমস্যা তুলে ধরেন। এছাড়াও বক্তারা কলাপাড়ায় পল্লিবিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জন জীবনের সমস্যা সমাধানে বিদ্যুৎতের কর্মদের উদ্যেশ্যে করা হুশিয়ারি বার্তা প্রদান করেন। সর্বশেষ সমাবেশে উপস্থিত নাগরিক উদ্যোগের সদস্যরা ও উপস্থিত জনসাধারণ আশাবাদ ব্যাক্ত করে বলেন তাদের বিশ্বাস কলাপাড়া প্রশাসন জনসাধারনের সমস্যা সমাধানে অতিতের মতো এবারেও এগিয়ে এসে খাল দখল মুক্ত ও বিদ্যুৎ সহ সকল সমস্যা সমাধানে অতিদ্রুত পদক্ষেপ নিবেন।

Most Popular

Recent Comments