25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedখেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,অসুস্হ শিশুকে আর্থিক সহযোগিতা প্রদান।

খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়,অসুস্হ শিশুকে আর্থিক সহযোগিতা প্রদান।

কামরুল,মঠবাড়িয়াঃ

মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের বাসিন্দা
মোঃ রিয়াজ খলিফার ছেলে মোঃ শফিক বয়স(০৭) কে আর্থিক সহযোগিতা করা হয়।
এসময় গ্রামের মুরব্বিসহ গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে শফিক জন্ম থেকেই (মৃগী)রোগে আক্রান্ত।চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। শফিক (৭) এর পিতা মোঃ রিয়াজ খলিফা আর্থিকভাবে অসচ্ছল।

খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলেন শফিক(৭)যে রোগে আক্রান্ত তা সমাজের উচ্চ/মধ্যবিত্তবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে_সঠিক চিকিৎসার মাধ্যমে আল্লাহতায়ালার মেহেরবানীতে স্বাভাবিক জীবন পেতে পারে।

এগিয়ে আসুন মানবতার কল্যানে,এগিয়ে আসুন শফিকের(৭)চিকিৎসার সহযোগীতায়।
আহ্বানেঃ খেতাছিড়া যুব উন্নয়ন সামাজিক ফাউন্ডেশন
যোগাযোগঃ০১৭২৬-৬৭৬৮৪১

Most Popular

Recent Comments