বশির আহমেদ রুবেল চট্টগ্রাম প্রতিনিধি
তেলের দাম লিটারে ১৫টাকা বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে চলছে পরিবহন গন পরিবহন ধর্মঘট। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বাজারে বৃদ্ধি পেয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। তবে হুট করে এতটা দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে পরিবহন মালিকরা তারা বলছেন, লকডাউন এর কারণে এমনি অনেক ক্ষতি হয়েছে তাদের এর মধ্যে যদি তেলের দাম কমানো না হয় তাহলে তারা পরিবহন নিয়ে রাস্তায় চলাচল করতে পারবে না। সাধারণ মানুষের কাছ থেকে ভাড়া বৃদ্ধি না করলে কোন ভাবেই পুষিয়ে উঠতে পারবেন না তারা। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে সাধারণ জনগণ। গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে চাকরি কিংবা প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে, তাছাড়া যে সকল রিক্সা সিএনজি রয়েছে তারও ভাড়া দ্বিগুণ তিনগুণ হাতিয়ে নিচ্ছে এই সুযোগে। সরোজমিনে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে দেখা যায় সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছেন। তাছাড়া অলংকার একেখান মোড় বাস কাউন্টারে গিয়ে মালিকদের সাথে কথা বলে জানা যায় তারা কোন বাস ছাড়ছেন না।সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের প্রতিকৃতিয় তারা জানায়, যত দ্রুত সম্ভব সরকারের উচিত পরিবহন মালিকদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা।তেলের মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব পড়বে সর্বস্তরের সাধারণ মানুষের উপর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে যেহেতু সাধারণ মানুষের আয় বৃদ্ধি পায়নি তাই সরকারের উচিত ভর্তুকি দিয়ে হলেও মূল্য সঠিক নির্ধারণ করা, যাতে বাজারে এর প্রভাব না পড়ে।