26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeঘূর্ণিঝরগভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

প্রগতি ডেস্ক:

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকা অবস্থান করছে। এটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৪ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপূর্বে অবস্থান করছিলো। এটি ঘূর্নিঝড়ে রুপ নিতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছ। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার  (২৩ অক্টোবর )  মেঘলাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে উত্তাল সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করছে পর্যটকরা।কুয়াকাটা টুরিস্ট পুলিশের সতর্ক শুনছে না তারা। তারপরও পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

ঢাকা থেকে আসা পর্যটক রিয়াল বলেন, উত্তার সমুদ্র সৈকতে গোসল করতে এক অন্য রকম অনুভূতি ফিল করছি।

পর্যটক রিনা আক্তার বলেন, উত্তম সমুদ্র সৈকত দেখতে ভালো লাগে, অন্যরকম রূপ লাগছে সৈকতের বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করছে।

 ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ডেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন সেজন্য আমরা বারবার  মাইকিং করছি । ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান,সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ৩ নম্বর সর্তকতা সংকেত বর্তমানে চলমান আছে।তবে এই সর্তকতা সংকেত ভারতে পারে বলে জানিয়েছে।  পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৪ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডানা। ##

Most Popular

Recent Comments