12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতগলাচিপায় ব্যবসায়ীর বাসায় চুরি

গলাচিপায় ব্যবসায়ীর বাসায় চুরি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ব্যবসায়ীর বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ প্রায় ২৫ হাজার টাকা চুরি করে নিয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে । পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, শুক্রবার মধ্য রাতে উপজেলার চিকনিকন্দি ইউনিয়নের পানখালী গ্রামের পাকার মাথা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াহিয়া মৃধার বাসায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী ইয়াহিয়া মৃধা দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। পরে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে,চোরেরা ঘরের জানালা ভেঙে ছোট্ট শিশু ঢুকিয়ে প্রথমে সকল রুমের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়,পরে যে রুমটিতে স্বর্ণ টাকা ছিলো, সেই রুমে থাকা শোকেস ভেঙে দুই জোড়া কানের দুল,এক জোড়া হাতের রুলী, একটি চেইন একটি,হাতের ব্রেসলেট একটি,আংটিসহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

গলাচিপা থানার ওসি এম আর সওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনা আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি পরিদর্শন করেছি ।

Most Popular

Recent Comments