শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে ডাকাতির ঘটনায় জড়িত
ও হাত্রার বন্দরের ডাকাতির ঘটনার চার্সিট ভুক্ত আসামি ও বরিশালের বিভিন্ন এলাকায় নদী পথে দূধর্ষ ডাকাতির মুল হোতা
স্পীড বোড ড্রাইভার
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আঃ গনি আকন(৬২)
কে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সংগিও পুলিশ ফোস নিয়ে গ্রেফতার করেন। টরকী বন্দরে ডাকাতির ঘটনায় গনি ডাকাত জরিত আছে মর্মে টরকী বন্দরের একাধিক ব্যবসায়িকরা প্রকাশ করেছেন। ১৫ আগষ্ট রাতে টরকী বন্দরে ডাকাতির ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার পুত্র মানিক সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে ছিলেন। অপরদিকে সাজাপ্রাপ্ত ও ৫ মামলার আসামি পুর্ব গরম গাল এলাকার আব্দুল রাজ্জাক খানের ছেলে বাবুল খানকে এ এস আই মোঃ আসাদুল ইসলাম
গ্রেপ্তার করে। একেই দিনে খাঞ্জাপুরের আলমগীর বেপারীর ছেলে অরেন্টের আসামি সজিত হোসেন বেপারীকে এ এস আই মোঃ আমিনুল ইসলাম গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে ২৯ আগস্ট রোববার বরিশাল আদালতে সোপর্দ করা হযেছে। বরিশাল আদালতে হাজির করলে আসামিদেরকে জেল হাজতে প্রেরন করেন।