26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতগৌরনদীতে ১০৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার।

গৌরনদীতে ১০৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে মাদক ব্যবসায়ীকে ১০৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাউদেরখাল নামক স্থান থেকে ভজন দত্তের ছেলে ইয়াবা ব্যবসায়ী সুমন দত্তকে গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া অভিযান চালিয়ে ১০৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার বাড়ি পাশ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিন রাজদী গ্রামে। এঘটনায় গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১৩(১২-১১-২০২০)। মাদকব্যবসায়ী সুমনকে আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে গৌরনদী মডেল থানার এস আই শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা হিসেবে ও ভজা সুমন নামে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে মামলা করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। গৌরনদীতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

Most Popular

Recent Comments