20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতগৌরনদীতে ৪০০ পিচ ইয়াবা সহ তপু নামে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।

গৌরনদীতে ৪০০ পিচ ইয়াবা সহ তপু নামে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে ৪০০ পিচ ইয়াবা সহ তারিকুল ইসলাম তপু নামে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।

অদ্য ইং ২২/০৮/২০২১ তারিখ
বরিশাল জেলার গৌরনদী মডেল থানার এসআই(নিঃ)/মোঃ অহিদ মিয়া, এসআই(নিঃ) এসএম আসাদুল ইসলাম এএসআই(নিঃ) মোঃ নুরু আলম, এএসআই/পিনাকী সিকদার সঙ্গীয় ফোর্স সহ রাত্র অনুমান ০৫:৩০ ঘটিকায় গৌরনদী বন্দরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, গৌরনদী থানাধীন পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া সাকিনস্থ ধৃত আসামী তরিকুল ইসলাম এর বসত বাড়ির পাকা রাস্তার উপর এক ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য নিয়া অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সংগীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী তরিকুল ইসলাম তপু সিকদার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহীত প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাকের মধ্যে রক্ষিত অবস্থায় ৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ৪০ গ্রাম মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা হইবে।
উল্লেখিত ঘটনায় গৌরনদী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৮/৫০২১, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) এর ১০(ক) রুজু করা হইয়াছে।

Most Popular

Recent Comments