26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিগৌরনদীর গেরাকুলে বিষকৃয়ায় ১দিনেই ১০টি গরুর মৃত্যু।

গৌরনদীর গেরাকুলে বিষকৃয়ায় ১দিনেই ১০টি গরুর মৃত্যু।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুলে একদিনে ১০টি গরু বিষকৃয়ায় মৃত্যু হয়েছে।

ফার্মের মালিক ইয়াকুব হোসেন অপু জানান সোমবার দুপুর ৩টার সময় ফার্মের ভিতরে একটি গরু অসুস্থ্যবোধ করলে

ফার্মের তত্বাবধায়ক মানিককে জিজ্ঞেসা করা হলে মানিক জানান গরুর লিভারের সমস্যা হয়েছে ঔষধ খাইয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে।

কিছুক্ষনের মধ্যেই এক এক করে ১০টি গরু অসুস্থ্য হয়ে মারা যায়। সাথে সাথে গৌরনদী প্রানী সম্পদ অফিসের ডাক্তার মো.জহির হোসেনকে বিষয়টি জানানো হলে

ডাক্তার এসে গরুর অবস্থ্যা পর্যবেক্ষন করে খাবারে বিষকৃয়া হতে পারে বলে প্রাথমিক ধারনা দিয়েছেন।

ফার্মের মালিক ইয়াকুব হোসেন অপু আরোও জানান তার ফার্মে মোট ১৬টি গরু রয়েছে এগুলো দেখাশুনার জন্য

তত্বাবধায়ক হিসেবে শিরাজগঞ্জের মানিক নামের এক ব্যক্তিকে ২বছর পূর্বে নিয়োগ দেয়া হয়।

আজ দুপুরে গরুগুলো যখন অসুস্থ্য হয়েপরে তার পর থেকেই মানিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা এবং তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

১০টি গরুর বর্তমান বাজার মূল্যো ২০ থেকে ২২লক্ষ টাকা বলে জানিয়েছেন ফার্মের মালিক ইয়াকুব হোসেন অপু ফকির।

Most Popular

Recent Comments