সোমবার ৫ই ডিসেম্বর দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের নতুন খাঁচার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, এ সময় তিনি চিরিয়াখানা ঘুরে দেখেন এবং বন্যপ্রাণী ও পশুপাখিদের দেখবালের খোঁজখবর নেন।
তিনি বলেন, চিরিয়াখানার সম্প্রসারণ,সৌন্দর্য বৃদ্ধি এবং নতুন প্রাণিসংযোজন এর কাজ অব্যাহত রয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু ও লামা আনা হয়েছে। চিড়িয়াখানায় বেড়াতে এসে সবাই সিংহ দেখতে চায় তাই খুব শীগ্রই আমাদের চিড়িয়াখানায় সিংহ ও ওয়েল্ডবিস্ট আনা হবে।
চট্টগ্রাম চিড়িয়াখানার পরিবেশ অন্য যেকোন চিড়িয়াখানার পরিবেশ থেকে অনেক ভালো যার কারণে এখানে প্রাণীরা তাদের প্রজনন অব্যাহত রেখেছে এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণী মৃত্যুর হার অনেক কম। চিড়িয়াখানায় নিয়োজিত কর্মকর্তা আমাদেরকে জানান, বর্তমানে বাঘের জন্য দুটি খাঁচা রয়েছে যাক মোট আয়তন প্রায় ছয় হাজার স্কয়ার ফিট কিন্তু আমাদের চিড়িয়াখানায় মোট বাঘ রয়েছে ১৬টি।এতগুলো বাঘের জন্য দুটি খাচা, তাই আমরা ৪হাজার স্কয়ার ফিটের আরও একটি নতুন খাঁচার তৈরি করতে যাচ্ছে। এ সময় চিড়িয়াখানার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।