25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়চতুর্থ বারের মতো দাগনভূঞা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন তামেন্দা চৌধুরী 

চতুর্থ বারের মতো দাগনভূঞা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন তামেন্দা চৌধুরী 

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন তামেন্দা আক্তার চৌধুরী।

তিনি উপজেলার আতাতুর্ক আদর্শ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  

জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী স্বাক্ষরিত এক পত্রে  এ তথ্য নিশ্চিত করা হয়। উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাই এ গুনি শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক তামেন্দা আক্তার চৌধুরী জানান, এনিয়ে চারবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক হিসেবে আমাকে মনোনীত করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাকে বিভিন্ন সময় উৎসাহ-উদ্দীপনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন।

Most Popular

Recent Comments