রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চরমোন্তাজ স্লুইস বাজার আবাসন মাঠে এ খেলার আয়োজন করা হয়।
চরমোন্তাজ ক্রীড়া ক্লাবের আয়োজনে
সাগর কন্যা সুপার কিংস একাদশ এবং
স্বপ্ন ছোঁয়া সুপার একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ০-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সাগর কন্যা সুপার কিংস একাদশ। আর রানার্সআপ হয় স্বপ্ন ছোঁয়া সুপার একাদশ।
খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন সাগর কন্যা সুপার কিংস একাদশকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্সআপ হিসেবে স্বপ্ন ছোঁয়া সুপার একাদশকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরমোন্তাজ ক্রীড়া ক্লাবের সভাপতি মোঃ খাইরুল বাশারের সভাপতিত্বে এবং সাকিব আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ মোঃমাহাতাব হোসেন চৌধুরি, রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।