14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
HomeUncategorizedচরমোন্তাজে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরমোন্তাজে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চরমোন্তাজ স্লুইস বাজার আবাসন মাঠে এ খেলার আয়োজন করা হয়।

চরমোন্তাজ ক্রীড়া ক্লাবের আয়োজনে
সাগর কন্যা সুপার কিংস একাদশ এবং
স্বপ্ন ছোঁয়া সুপার একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ০-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সাগর কন্যা সুপার কিংস একাদশ। আর রানার্সআপ হয় স্বপ্ন ছোঁয়া সুপার একাদশ।

খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন সাগর কন্যা সুপার কিংস একাদশকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানার্সআপ হিসেবে স্বপ্ন ছোঁয়া সুপার একাদশকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরমোন্তাজ ক্রীড়া ক্লাবের সভাপতি মোঃ খাইরুল বাশারের সভাপতিত্বে এবং সাকিব আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ মোঃমাহাতাব হোসেন চৌধুরি, রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Most Popular

Recent Comments