আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ। পরের শিক্ষাবর্ষ কমিয়ে নয় মাস করার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার (২৭ জুন) দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি আরো জানান, এইচএসসি সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, আমাদের শিক্ষাবর্ষ আমরা এই জানুয়ারি-ফেব্রুয়ারি এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো, নাকি আগামী বছরের দু-একমাস এই শিক্ষাবর্ষের অন্তর্ভুক্ত করবো; ফলে এর পরের বছরের শিক্ষাবর্ষ নয় মাসে হয়ে যাবে। তেমন ভাববো কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছি।তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি কিস্তিতে হোক বা যতটুকু মওকুফ করা যায় তা ভেবে দেখতে হবে। এক্ষেত্রে উভয় পক্ক থকে কিছু ছাড় দিতে হবে।
সূত্রঃঃঃসময় টিভি।