20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআত্মহত্যাচিরকুটের পাশে যুবকের ঝুলন্ত লাশ!

চিরকুটের পাশে যুবকের ঝুলন্ত লাশ!

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ঘরের বিছানায় মৃত্যুর কারণ লেখা দুটি চিরকুটের পাশে ঝুলছিল মো. হাসিবুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ। বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার মহিপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার কুয়াকাটা এলাকার মেলাপাড়ার বাসিন্দা মো. হারিচ ঘরামীর ছেলে। গত দুই বছর আগে মহিপুর এলাকার বাসিন্দা লাল মিয়ার মেয়ে আখির সাথে তাঁদের বিবাহ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবৎ কলহ চলছিল। তাই তারা পার্শ্ববর্তী বিপিনপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার তারা স্বামী-স্ত্রী মেয়ের বাবার বাড়িতে যায়, রাতে হাসিবুল একা বাড়িতে আসে। বুধবার সকালে স্ত্রী আখি ওই ভাড়া বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভীতরে ফ্যানের রটের সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চিরকুটে তার মৃত্যুর জন্য স্ত্রী দায়ী করেন, এবং শ্বশুর বাড়ির লোকজন অবহেলা করিত বলে চিরকুটে উল্লেখ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নামানো হয়েছে। ঝুলন্ত লাশের পাশ থেকে দুটি চিরকুট এবং তাদের স্বামীর কিছু ছবি পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

#

Most Popular

Recent Comments