মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিদিধি,,
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে
৮ জন ব্যাক্তিকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন আলী এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জন ব্যাক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে ২০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। আলমডাঙ্গা
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন আলী বলেন শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। সহযোগিতায়
ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।