।
মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি,,
এসো বন্ধু খেলা করি,মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের জুড়ানপুর যুব সমাজ কর্তৃক গত ৫ই ডিসেম্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের
উদ্বোধন হয়। গতকাল ৭ই ডিসেম্বর সোমবার রাত ৯ ঘটিকার সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে হাবিবুর-তৌফিক জুটিকে ২-১ সেটে হারিয়ে আসিফ-শাকিল জুটি জয়লাভ করে।এসময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মহিদুল ইসলাম মাস্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের অন্যতম সদস্য জনাব সোহেল রানা মল্লিক, নুরুজ্জামান নুরু,মুস্তাফিজুর রহমান মিথুন,তৌহিদ রেজা তুষার।এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ানপুর গ্রামের সকল যুব ও ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক খেলোয়াড়বৃন্দ,স্থানীয় ক্রীড়া সংগঠনের ব্যক্তিবর্গ,স্থানীয় ক্রীড়া প্রেমী দর্শক সহ জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড় সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মহিদুল ইসলাম মাস্টার বলেন যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনের কোন বিকল্প কিছু নেই।শু ধুব্যাডমিন্টন নয় বছরের প্রতিটি সময়ে যেসকল খেলাধূলা হয় সেগুলোতেও আমাদের যুব সমাজকে অংশগ্রহণ একান্ত জরুরি। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ ও যুব সমাজকে এগিয়ে আসা একান্ত জরুরি হয়ে পড়েছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের অন্যতম সদস্য জনাব সোহেল রানা মল্লিক বলেন,বর্তমানে যুব সমাজ বিভিন্ন ধরনের অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে এই মহামারি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি সবাইকে আগ্রহী করা আমাদের সকলের দায়িত্ব। তাই আসুন আমরা সকলে আমদের যুব সমাজকে মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত,জঙ্গিবাদমুক্ত পরিবেশ করতে সবাই একসাথে কাজ করি।