25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসড়ক দুর্ঘটনাচুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৭ জন আহত।

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৭ জন আহত।

আলিফ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলাধীন সরোজগঞ্জ বাজারে আতর আলি মার্কেটের সামনে দুইটি আলমসাধু ও একটি পাখিভ্যান রয়েল এক্সপ্রেস এর সাথে সম্মুখ দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের এবং নিহতের সংখ্যা ৭ জন। আনুমানিক ৬ঃ৩০ এর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী রয়েল এক্সপ্রেস গাড়িটির সাথে এই দুর্ঘটনা ঘটে । অনেকে গুরুতর আহত হয়েছে, তাদের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খন্দকার আবু জিহাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

খন্দকার আবু জিহাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত নসিমন, করিমন চালকদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। আহত হন সাতজন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।

Most Popular

Recent Comments