20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeচুয়াডাঙ্গাচুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একজন নিহত।

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় একজন নিহত।

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা‌ জেলার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরিফুল হোসেন নামে এক কসাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) সকালে সোয়া ৯ টার দিকে এদূর্ঘটনা ঘটে। নিহত শরিফুল হোসেন (৫৫) আলমডাঙ্গা পৌর এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে (পকোটের) নিকট রেললাইনের উপর বসেছিলেন শরিফুল হোসেন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রেনের একটি খালি ইঞ্জিন শরিফুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে শরিফুল হোসেনের মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।

Most Popular

Recent Comments