মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গীকার স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়াব এই স্লোগান কে সামনে রেখে আজ সোমবার ১৮ জানুয়ারী সকাল ১০ টার সময় বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি প্রকল্পের মাধ্যমে ৪০ জন সুবিধাভোগীর মাঝে পেঁয়াজের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মাদ সাদিকুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব এ কে এম আমিনুল ইসলাম। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম শাহী, সদর থানার ওসি ( তদন্ত), পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও শস্য উন্নয়ন কর্মকর্তা।