মোঃ-আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান আজ বৃহস্পতিবার ১১ মার্চ, ২০২১ তারিখ বিকাল ৪.০০ টার সময় চুয়াডাঙ্গা সদরের সদর হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে প্যাথলজী পরীক্ষার মূল্য প্রদর্শন না করা, নিবন্ধন নাথাকা, রিপোর্টে এম.বি.বি.এস ডাক্তারের স্বাক্ষর নাথাকার অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ১৩ ধারায় ৩টি ডায়াগনস্টিক ব্যবসায়ীকে সর্বমোট ১৭০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আওলিয়ার রহমান। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক জনাব মোঃ আরমান আলী। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।