29.6 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতচেক জালিয়াতি মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার ঋন খেলাপি আটক

চেক জালিয়াতি মামলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার ঋন খেলাপি আটক

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় চেক জালিয়াতি মামলায় শুভেচ্ছা বেকারি এর স্বত্বাধিকারী জামিরতলা নিবাসী মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে সকাল আনুমানিক ১১ ঘটিকায় আদালতে নির্দেশ অনুযায়ী আটক করে ভান্ডারীয়া থানা পুলিশ। ব্যাংক সূত্রে জানা যায়, মিজানুর রহমান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখায় চলতি হিসাব নং ১০৭১০২০০০২০৭১ হতে ২০১৬ সালে একটি বাই মোয়াজ্জেল বিনিয়োগ গ্রহন করেন। পরবর্তীতে উক্ত বিনিয়োগের টাকা পরিশোধ না করিলে আল আরাফা ইসলামী ব্যাংক শুভেচ্ছা ফুড প্রডাক্ট এর স্বত্বাধিকারী মিজানুর রহমানের বিরুদ্ধে এন,আই এ্যাক্ট ১৩৮ ধারায় ২০১৯ সালে পিরোজপুর যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। মামলা নং সি,আর,১৪০/১৯। পরবর্তীতে দীর্ঘ শুনানি শেষে ১০/০১/২০২৩ তারিখ পিরোজপুর যুগ্ম দায়রা জজ নাহিদা নাসরিন ১৯,২৮,৩০১( উনিশ লক্ষ আটাশ হাজার তিনশত এক টাকা) ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।আদালতের নিগ্যাল নোটিশ দেওয়ার পরেও মিজানুর রহমান আদালতে হাজির না হলে মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন যুগ্ম দায়রা জজ। গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে ০৬/০৩/২০২৪ সকালে ভান্ডারিয়া থানা পুলিশ জামির তলা থেকে আটক করেন চেক জালিয়াতি মামলার আসামী মিজানুর রহমানকে।

Most Popular

Recent Comments