29.1 C
Bangladesh
Wednesday, February 5, 2025
spot_imgspot_img
Homeঢাবিছাত্রলীগের ঢাবি সেক্রেটারি সৈকত কর্তৃক হেনস্থার শিকার হল ক্যান্ডিডেট ফরিদ

ছাত্রলীগের ঢাবি সেক্রেটারি সৈকত কর্তৃক হেনস্থার শিকার হল ক্যান্ডিডেট ফরিদ

ঢাবি প্রতিনিধি::

২২ মে,২০২৪ ইংরেজি সন, আজ বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে তানবীর হাসান সৈকত সমর্থক ও অনুসারীদের প্রায় ৪ ঘন্টা রাজনৈতিক আড্ডার নামে টিএসসি’র পাশে ডাসে দাঁড় করিয়ে রেখে, প্রতীক্ষায় থাকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একাংশের নেতাকর্মীরা। সন্ধ্যার পর যখন বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের টিএসসি প্রাঙ্গনে পৌছালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সংগ্রামী সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত তার নারী কর্মীদের নিয়ে গাড়ির সাথে দৌড়াতে থাকে এবং একে একে কুশল বিনিময় করে, ওবায়দুল কাদেরের গাড়ির সামনে সৈকত (পুরুষ) সমর্থকরা স্লোগান দিতে থাকে। সার্জেন্ট জহুরুল হক হল শাখার (সৈকত গোষ্ঠী) ক্যান্ডিডেট পদপ্রার্থী ফরিদুজ্জামান স্লোগানের একসময়ে, তানবীর হাসান সৈকত কর্তৃক হেনস্তার শিকার হন।
উক্ত ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এ তথ্য নিশ্চিত করেন যে, মূলত স্লোগানে ভুল হলে তাৎক্ষণিক হিতাহিত জ্ঞান হারিয়ে রাগের মাথায় সবার সামনে ফরিদুজ্জামানকে গালে কয়েক দফা চড় মারেন। এরপর ফরিদ অশ্রুসিক্ত হয়েও স্লোগান চালিয়ে যান। পরবর্তীতে অবশ্য ভুক্তভুগী ফরিদকে কয়েক সেকেন্ডের জন্য বুকে টেনে নিয়ে মিটমাট করে নেন। তবে ফরিদের হল সমর্থক’রা বিষয়টি ভালোভাবে নিতে পারেনি।
ভুক্তভোগী ফরিদ কিছুদিন আগে ফরিদুজ্জামান সৈকতের পরিচয়ে সোহরাওয়ার্দী উদ্যানে চাঁদাবাজি ও দোকানিকে মারধরের অভিযোগে নিষিদ্ধ হন। পরবর্তীতে সৈকতের অনুরোধে ছাত্রলীগ সাময়িক ব্যান উঠিয়ে নেয়।
তানবীর হাসান সৈকত এর আগে আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর “প্রোডাক্টিভ রামাদান” শীর্ষক প্রোগ্রামে শিবির সন্দেহে অন্যায়ভাবে অতর্কিত হামলা চালায়, এছাড়াও বিভিন্ন এহেন কর্মকান্ডের দরুন সৈকত সর্ব-মহলে সমালোচিত ও নিন্দিত হন।

Most Popular

Recent Comments