20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeবিচ ক্লিনিংছাত্র-পুলিশ-বিএনপি'র সৈকত পরিস্কারের মধ্যে দিয়ে কাছে ফিরেছে পুলিশ।

ছাত্র-পুলিশ-বিএনপি’র সৈকত পরিস্কারের মধ্যে দিয়ে কাছে ফিরেছে পুলিশ।

আবুল হোসেন রাজু, বিশেষ প্রতিনিধি
সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্রনেতা, মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কারের মাধ্যমে থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়। এতে সহযোগীতা করেন স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি লক্ষ করা যায়নি।

ছাত্র-জনতা, পুলিশ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটক মিলে কয়েকশত মানুষ এতে অংশগ্রহন করেন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিস্কার করেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরবিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার সহ মহিপুর থানার সকল সদস্য। ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিমসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে।

#

Most Popular

Recent Comments