23.7 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতছিনতাই হওয়া গাড়ি ভান্ডারিয়া থেকে উদ্ধার

ছিনতাই হওয়া গাড়ি ভান্ডারিয়া থেকে উদ্ধার

মো ফেরদৌস মোল্লাঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর শুক্রবার রাতে চালককে অজ্ঞাণ করে একটি সিএনজি ছিনতাই করে দুর্বৃত্তরা। অবশেষে ৫ দিন পরে গতকাল বুধবার ভান্ডারিয়া উপজেলার ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের মধ্য ভিটাবাড়িয়া গাজীবাড়ি জামে সমজিদের পাশে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে সিআইডি। সিএনজি চালক আলমগীর হাওলাদার এবং মামলা সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় ২৭ নভেম্বর সারাদিন সিএনজি চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রুপাতালী বাস স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি ভান্ডারিয়া আসা যাওয়ার জন্য ১১০০/-টাকা ভাড়া ঠিক করে। পথিমধ্যে রাজাপুর থানাধীন কানুদাসকাঠি হাজী বাড়ির সামনে দোকানে রাত আনুমান সাড়ে ৯টার দিকে পৌছাইলে দুর্বৃত্তরা গাড়ী থামিয়ে চালক সহ চা ও কেক খায়। এসময় দুর্বৃত্তরা চালকের চায়ের সাথে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে দেয়। পরে কিছু সময় গাড়ি চালাইয়া ভান্ডারিয়া বটতলা থেকে পশ্চিম দিকে স্টীল ব্রীজে পার হলে চালক গাড়িতে অজ্ঞান হইয়া পরলে তাকে রাজাপুর থানাধীন বিশ্বাস বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় ব্রীজের উপর ফেলে চালকের কাছে থাকা ১৩শ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় । এঘটানায় সিএনজি চালক আলমগীর হাওলাদার ৩০ নভেম্বর রাজাপুর থানায় অজ্ঞাত নামা একটি মামলা করেন।
সিআইডি’র এসআই মনিরুজ্জামন জানান, গাড়ির সাথে ছিনতাই হওয়া মোবাইল নম্বর ট্রাকিং করে আমার স্থানের নিশ্চিত হয়ে অভিযান চালাই। পরে ভিটাবাড়িয়া ইউনিয়নের মধ্য ভিটাবাড়িয়া গাজীবাড়ি জামে সমজিদের পাশে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

Most Popular

Recent Comments