23.2 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeবিক্ষোভজঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

জঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

এস মন্ডল ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে তৌহিদী জনতার ব্যানারে জঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসী কার্যক্রম, মসজিদে হামলা ও সরকারি আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শহরের কেন্দ্রীয় নিমতলা জামে মসজিদের সামনে বাদ আসর এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয় সেখানে বক্তব্য এবং দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।

বিক্ষোভ মিছিলে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ,শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন ও এস.এম নাজিব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুফতি আবরারুল হক, মুফতি আব্দুল মালেক,মাওলানা মুরসালিন, মাওলানা মাহফুজ, মাওলানা তাছলিমুল হক অন্যান্য ওলামায়ে কেরাম বৃন্দ।

Most Popular

Recent Comments