20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeইসলামী কলামজশনে জুলুস চট্টগ্রাম ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন বশির আহমেদ রুবেল

জশনে জুলুস চট্টগ্রাম ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন বশির আহমেদ রুবেল

প্রতিবছরের ন্যায় আনজুমানে -এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত,বিশ্বের বৃহত্তম জলসে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাঃ ১৪৪৩ উপলক্ষে মঙ্গলবার ১২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আতিউর রহমান অধ্যক্ষ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। উপস্থিত অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোঃ সিরাজুল হক, গিয়াস উদ্দিন মাহমুদ শাকের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আলহাজ গাজী শামছুর রহমান জামিয়ার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ দিদারুল ইসলাম, কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ যুগ্মমহাসচিব আলহাজ্ব মোসাহেব উদ্দিন বখতিয়ার মাওলানা আব্দুল্লাহ আল হাজ ছাবের আহমদ। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,২০অক্টোবর ২০২১তারিখ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম্ যা সমগ্র মুসলিম বিশ্বের স্বীকৃত এবং পালিত একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি আরব অনার অফ প্রায় সব মুসলিম দেশ এই উপলক্ষে আয়োজন করে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ দেশে শত শত বছর ধরে দিনটিকে সরকারি ছুটি চলমান। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর তাৎপর্য বিবেচনায় বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী প্রদান করেন।বঙ্গ ভবনে আয়োজিত হয় আলোচনা মিলাদ -কিয়াম দোয়া-মোনাজাত তাবারুক বিতরণ ইত্যাদি। শুধু তাই নয় ১৫ফেব্রুয়ারি ২০২১তারিখ প্রকাশিত বাংলাদেশ গেজেট মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা মহামান্য রাষ্ট্রপতি একটি প্রজ্ঞাপনে এইদিন সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে ৭ই মার্চ ২৬শে মার্চ ১৬ ই ডিসেম্বর এর মত জাতীয় পতাকা উড়াতে নির্দেশ দেয়া হয়েছে। এই মহান পদক্ষেপের জন্য বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী শহর সংশ্লিষ্টদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দাবি জানাচ্ছি যেন সরকারি উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জ্বলছে জ্বলুক সহ আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে, বাংলাদেশের পবিত্র ঈদুল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উপলক্ষে আয়োজিত বেসরকারি পর্যায়ে সর্ববৃহৎ অনুষ্ঠানটি ব্যবস্থা করে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। চট্টগ্রাম থেকে চালু হওয়া জশনে জুলুস যা বর্তমানে সমগ্র দেশে বহুল জনপ্রিয়তা পেয়েছে অধিকাংশ সুন্নি সুফি ঘটনা প্রতিষ্ঠান ছোট-বড় জশনে জুলুস শোভাযাত্রা বের করে থাকে। আনজুমান ট্রাস্ট আয়োজিত চট্টগ্রামের জশনে জুলুস বর্তমানে এখানকার ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন হিসেবে গণ্য হচ্ছে।এবারের জশনে জুলুসে দেবেন নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফ এর অন্যতম সাজ্জাদানশীন হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ(মা,জি,আ)ইনশাআল্লাহ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের নবীর প্রেমিকেরা এই জুলুসে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবে। চট্টগ্রামের বাইরে গাউছিয়া কমিটির জেলা শাখাগুলোকে নিজ নিজ জেলায় সদরে ১২রবিউল আউয়াল তারিখে একই দিনে জুলুস করার কর্মসূচি দেয়া হয়েছে। বাইরের জেলা থেকে চট্টগ্রামে জুলুসে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সার্বিক সহায়তা আমাদের সাথে থাকবে, আমরা এই বিষয়ে জলসে জুলুসে আগতদের সেবায় জেলা প্রশাসক, ওয়াসা, বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, সিডিএ, পরিবহন সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি। বিশেষত জুলুসে গমনের সড়ক পথে যেন কোনো বিপদ না ঘটে সেজন্য নালা-নর্দমা উপরিভাগ উন্মুক্ত যেন না থাকে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Most Popular

Recent Comments