17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়জাতির পিতার ভাস্কর্য ভা’ঙ্গার প্রতিবাদে আগৈলঝাড়ায় প্রশাসনে মৌণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ...

জাতির পিতার ভাস্কর্য ভা’ঙ্গার প্রতিবাদে আগৈলঝাড়ায় প্রশাসনে মৌণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

‘‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই ব্যানারে সারা দেশের ন্যায় বরিশালের আগেলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে জাতির পিতার ভাস্কর্য ভা’ঙ্গার প্রতিবাদে উপজেলা শহরব্যাপি মৌণ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে মৌণ মিছিল সদর রোড, থানা রোড, সদর বাজার, গোডাউন রোড হয়ে প্রধান সড়দ দিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জাতির পিতার নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বখতিয়ার আল মামুন, সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments