27.8 C
Bangladesh
Sunday, November 17, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর দাগনভূঞায় ৮ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য...

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর দাগনভূঞায় ৮ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য বাছাই

আবদুল্লাহ আল মামুন:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি-এপিসি আনসার ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ জানে আলম সুফিয়ান পিএএম, পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (অতিরিক্ত দায়িত্ব) ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ বিষয়ে মো. জানে আলম সুফিয়ান বলেন- আমরা প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই বাছাই করছি, যাচাই বাছাই শেষে যারা নিয়মের মধ্যে পড়বে তাদেরকে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তিনি আরো বলেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে লোকগুলো নির্বাচনের জন্য সিলেক্ট করছি তারা সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী এবং আনসার ভিডিপির সনদধারী। নির্বাচনী মাঠে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় এজন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া ও উপজেলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, প্রথম দিনে অর্থাৎ (২৭ নভেম্বর) প্রাথমিক পর্যায়ে ৩০০ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যা বাছাই করা হয়। ১০ ডিসেম্বর ৫৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই করা হয়েছে। উপজেলায় ৭২টি ভোট কেন্দ্রে মোট ৮৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যারা দায়িত্ব পালন করবেন। আরও জানাগেছে, ৮৬৪ জন ছাড়াও আরও ১০% অতিরিক্ত আনসার ও ভিডিপি সদস্য সদস্যা বাছাই করা হয়।

উল্লেখ্য, দাগনভূঞায় উপজেলায় ৭২টি ভোট কেন্দ্র ও ৫০৪টি কক্ষ রয়েছে। উপজেলা মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৮৯। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Most Popular

Recent Comments