মোঃ তারিকুল ইসলাম আরিফ,
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘সার্জেন্ট জহুরুল হক হল’ দলকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলো বরিশাল বিশ্ববিদ্যালয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি দলকে হারিয়ে তারা প্রথম রাউন্ড নিশ্চিত করে।
মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন (BTV), চট্টগ্রাম কেন্দ্রে এ বিতর্ক (১৪ জুন) বেলা সাড়ে ১২টায় শুরু হয়ে দুইটায় শেষ হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় দলে বিতর্ক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক, বাহাউদ্দিন কবির আবির ও লিওন শেখ। জাতীয় বিতর্কে এমন কৃতিত্বপূর্ণ অর্জনের সংবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক দলকে অভিনন্দন জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুপদ সরকার বলেন, জাতীয় বিতর্কে এ অর্জন আমাদের অনুপ্রাণিত করে। আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন অর্জনে এভাবে এগিয়ে যাচ্ছে।
এই জয়ের কৃতিত্ব বিতার্কিকদের উল্লেখ করে সহযোগীতার জন্য মাননীয় উপাচার্য, ট্রেজারার, মডারেটর বৃন্দ, শিক্ষকমন্ডলী ও সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান চীফ মডারেটর ও ইংরেজি বিভাগের শিক্ষক তানভীর কায়ছার।