মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি
আজ ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস।
১৯৭২ সালে ২ নভেম্বর অধ্যাপক ডা. নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়। আজকে জাতীয় রক্তদাতা দিবস।
দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবোন দের কে জানাই স্যালুট।সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় রক্তদান দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
মানবতার ডাকে সারা দিয়ে এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নাম সংগঠনটি।আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরি মূহুর্তে রক্তের প্রয়োজন আমরা আছি আপনার পাশে এই স্লোগানকে সামনে রেখে খুব সুনামের সহিত এগিয়ে চলছে সংগঠনের কার্যক্রম। আজ ২রা নভেম্বর জাতীয় রক্তদান দিবস উপলক্ষে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি বিভিন্ন কর্মসূচি হতে নিয়ে কাজ করেন তার মধ্যে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয় ও ফ্রী রক্তদান কর্মসূচি পালিত হয়।