আবু ছিদ্দিক, আলীকদম উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আলীকদম উপজেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলার নয়াপাড়া রূপমুহুরি রিসোর্টে উপজেলার ৪টি ইউনিয়ন ও অধিনস্থ সকল ওয়ার্ড এবং ইউনিট দায়িত্বশীলদের নিয়ে, দায়িত্বশীল শিক্ষা বৈঠক ২০২৫ ইং আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার আমীর মওলানা মাশুক ইলাহি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি ফারুক আহমেদ।
দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু করা হয়।উক্ত প্রোগ্রামে দারসুল কুরআন পেস করেন উপজেলা আমীর মশুক ইলাহি।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আওয়াল বলেন, ইসলামী আন্দোলনের জন্য আমাদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি আলীকদমের প্রতিটি মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে।এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা সেক্রেটারি সাদেক মিয়া, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক,উপজেলা কর্ম পরিষদ সদস্যবৃন্দ,ইউনিয়নসমুহের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।