মোঃ মিঠুন সেখ মিঠু স্টাফ রিপোর্টারঃক্রিকেট,ক্রিকেট,ক্রিকেট ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে লক্ষীপুর গ্রামের সবার প্রিয় জার্মান প্রবাসী হুসাইন মোহাম্মদ লিটন এর সৌজন্যে ৪র্থ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আতাইকুলায় লক্ষ্মীপুর প্রিমিয়ার লিগ সিজন ০৪।
স্থান লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন। প্রথম পুরস্কার 24 ইঞ্চি মনিটর মাঠ ফি এক হাজার টাকা মাত্র।
হোসাইন মোহাম্মদ লিটন জার্মানি প্রবাসীর সৌজন্যে খেলাটি পরিচালনা করা হবে। সার্বিক পরিচালনায় থাকছেন সৈকত বিশ্বাস ০১৭৪৫০৫৯০৫৩। যোগাযোগের নম্বর ০১৭৫৭১৭৩৬৯২ আনিস শেখ ০১৮৭৬০০৯৩৯৫ পলক বিশ্বাস।
খেলাটির নিয়মাবলী:
*খেলাটি আন্তর্জাতিক নিয়মে পরিচালনা করা হবে।
- খেলায় আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- খেলাটি ১৫ ওভারে পরিচালিত হবে।
*একজন খেলোয়ার সর্বোচ্চ চার ওভার বল করতে পারবে। - খেলাটি নক আউটে পরিচালিত হবে
- প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে খেলার তারিখ পরিবর্তন হতে পারে।
- খেলা চলাকালীন সময়ে আম্পিয়ার বা খেলাচলাকালীন সময়ে অ্যাম্পিয়ার খেলা পরিচালনা কমিটির সাথে বিব্রত আচরণ করলে পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে খেলোয়াড়ের শাস্তি প্রদান করতে পারবে।
- প্রত্যেক দলের ১৭ জন খেলোয়ার এর নামের তালিকা কমিটির কাছে প্রদান করতে হবে।
- একজন খেলোয়ার অন্য দলে খেলতে পারবে। তবে তার জন্য ২০০ টাকা জরিপানা কমিটির কাছে প্রদান করতে হবে।
*প্রত্যেক দলের খেলোয়ারদেরপ্রত্যেক দলের খেলোয়াড়দের অবশ্যই জুতাট্রাউজার ও জার্সি পরিধান করতে হবে।
*টুর্নামেন্টের ৮ টি দল অংশগ্রহণ করবে।
*উদ্বোধনী খেলাটি আগামী ৫ই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
বিশেষ দ্রষ্টব্য দল নেওয়ার ইচ্ছা থাকলে আগামী ৪ই মার্চ মধ্যে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে হবে।