12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত -

জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত –

মোঃ রতন মিয়া – পীরগঞ্জ (রংপুর) উপজেলা :

আজ ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী কিছু দুর্বৃত্তের হাতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদত বরণ করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে উপজেলা শিক্ষা অফিস পীরগঞ্জ, রংপুর –এর প্রদেয় নির্দেশনা মোতাবেক আজ ১৫/০৮/২০২০ খ্রীঃ তারিখে জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মের (জুম ও রুম অ্যাপ্স) মাধ্যম বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল কবির প্রধানের সভাপতিত্বে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত পূর্বক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। কর্মসূচির মধ্যে ছিল ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর জন্য দোয়া মাহ্ফিল পরিচালনা করা হয়।

Most Popular

Recent Comments