25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅর্থনীতিজিএসকে বাংলাদেশের মালিকানা এখন ইউনিলিভারের।

জিএসকে বাংলাদেশের মালিকানা এখন ইউনিলিভারের।

মো.শাহ্ জালাল,বিশেষ প্রতিনিধি ঢাকাঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার। গত বৃহস্পতিবার জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেটফার্স্ট লিমিটেড ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে কিনে নিয়েছে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস বিভি।
এ বিষয়ে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান বলেন, বহুজাতিক এ কোম্পানির মূল উদ্যোক্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে সব নিয়মনীতি মেনে আজ শেয়ারের হাতবদল সম্পন্ন হয়েছে।

জানা যায়, সিটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে জিএসকের প্রায় ৯৮ লাখ ৭৫ হাজার শেয়ার কিনে নেয় ইউনিলিভার। নিয়ম অনুযায়ী শেষ কার্যদিবসের লেনদেন শেষের মূল্য অনুযায়ী কিনে নিতে হয়। সেই হিসাবে আজ শেয়ারপ্রতি ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সায় সব শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার।
২০১৮ সালের ৩ ডিসেম্বর ইউনিলিভারের মূল কোম্পানি ইউনিলিভার এনভি জিএসকের শেয়ার কেনার ঘোষণা দেয়। এখন আনুষ্ঠানিকভাবে জিএসকে বাংলাদেশের মালিকানায় আসবে ইউনিলিভার।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসির একটি সহায়ক সংস্থা জিএসকে বাংলাদেশ। ১৯৭৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্য ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সা। জিএসকে বাংলাদেশে কনজিউমার হেলথকেয়ার ও ফার্মাসিউটিক্যালস দুই ইউনিটের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে। তবে ফার্মাসিউটিক্যালস ইউনিটের লোকসান দেখিয়ে ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব কার্যক্রম একপর্যায়ে বন্ধ করে দেয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন

Most Popular

Recent Comments