25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅনুদানজীবননগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে: এমপি আলী...

জীবননগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে: এমপি আলী আজগার টগর।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান আজ শনিবার ২৩ জানুয়ারী  সকাল ১০ টার সময়  ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জীবননগর উপজেলা অডিটোরিয়াম রুমে উদ্বোধন অনুষ্ঠানে উপভোগ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২  আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সহ অনেকে।

জীবননগর উপজেলার ৩ টি ইউনিয়নের ১৮ টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয় মাননীয় প্রধানমন্ত্রী কতৃক বিশেষ এই উপহার।

Most Popular

Recent Comments