14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedজীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২।

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২।

মোঃ-আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো পার্শ্ববর্তী দর্শনা থানার কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার আব্দুল রহিমের ছেলে আবু বক্কর (৪২) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনর ছেলে মোহাম্মদ অনিক (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে গতকাল শনিবার সন্ধ্যায় এএসআই ইমামুল, আহসান হাবিব ও আব্দুল সালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দলবাড়িয়া মিস্ত্রি পাড়া মোড়ে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর ও মোহাম্মদ অনিককে গ্রেফতার করেন।

এব্যাপারে ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।আজ রোববার সকালে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Most Popular

Recent Comments