22.5 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeউন্নয়নজয়চন্ডী ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল চেয়ারম্যান মাহবুব

জয়চন্ডী ইউনিয়ন হবে উন্নয়নের রোল মডেল চেয়ারম্যান মাহবুব

আকাশ আহমদঃ ৪নং জয়চন্ডী ইউনিয়নে রাস্তা, কালবাট, ড্রেন সহ প্রধান সমস্যা গুলো হচ্ছে জলাবদ্ধতা ও নিরসন এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ জনপদের উন্নয়নের মধ্য দিয়ে জয়চন্ডী বাসীকে আলোকিত ইউনিয়ন কে উপহার দেওয়াই একমাত্র লক্ষ্য চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব । সম্প্রতি জয়চন্ডী ইউনিয়নে উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা হয় আব্দু রব মাহাবুব র সঙ্গে।

আলাপচারিতার শুরুতেই উন্নয়ন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছে এই মুহূর্তে নেই। তাই যতটা পারি উন্নয়ন কাজ করে মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে।যাতে জয়চন্ডীবাসী ভালোভাবে আমাকে স্মরণ রাখে তবে কাজ করতে গেলে কারো ভালো লাগবে, আরো কারো চক্ষুশূল হয়ে দাঁড়াবো এটাই স্বাভাবিক

তিনি জানান, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির ছোয়া যাতে জয়চন্ডীবাসী পাই এসব ক্ষেত্রকে আরো এগিয়ে নিয়ে সরকারের প্রতিটি পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।
তিনি জানান, ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ, সাপ্লাই, স্যানিটেশন ব্যবস্থায় উন্নয়নের প্রয়োজন রয়েছে যা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। ইউনিয়ন শোভা বর্ধনে কিছু কাজ করারও হচ্ছে ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করা হচ্ছে৷ ওয়ার্ডগুলোতে বইছে দিন বদলের হাওয়া, উন্নয়নয় করে প্রতিটি ওয়ার্ড গুলো কে এক একটি আধুনিক ওয়ার্ড পরিণত করবো ইনশাআল্লাহ শুধু তাই নয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে ঐ সব এলাকার রাস্তাঘাট পরিবর্তন হচ্ছে পরিবর্তনের ছোঁয়ায় বদলে যাবে সবকিছুই পালাবদল ঘটেছে পৌর শহুরে অবকাঠামোতে, খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, তথ্য প্রযুক্তির ব্যবহার যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে খাতে,বিভিন্ন স্থানেই চোখে পড়বে দৃশ্যমান এবং বাস্তবমুখী সকল উন্নয়ন কর্মকাণ্ড। জয়চন্ডী ইউনিয়ন র বাস্তবমুখী উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাচ্ছে সবখানে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটা ওয়ার্ডকে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে । দীর্ঘ ১৯ বছর পিছিয়ে থাকা জয়চ্ডী বাসী চারদিকে দেখবে ব্যাপক উন্নয়ন

Most Popular

Recent Comments