26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedঝালকাঠিতে বিজয় দিবসে পতাকা আঁকার প্রতিযোগিতা।

ঝালকাঠিতে বিজয় দিবসে পতাকা আঁকার প্রতিযোগিতা।

ঝালকাঠি প্রতিনিধি:

‘সঠিক নিয়মে পতাকা আঁকি, দেশের মান রাখি’ – স্লোগান নিয়ে ঝালকাঠির ‘ইমদাদুল হক মিলন স্ট্রিট লাইব্রেরি এন্ড রিডিং ডায়াস’ শেখ মুজিব সড়কের বাচ্চাদের মাঝে ‘পতাকা আকিঁ প্রতিযোগিতা আয়োজন করে। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দিনব্যাপী প্রতিযোগিতার পর সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হয়। শিশু-কিশোর ও তরুণদের পতাকা অঙ্কনে উদ্বুদ্ধ করতে উপস্থিত হন সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ। বাচ্চাদের আঁকা পতাকার সঠিক মাপ ও রঙ দেখে পুরষ্কৃত করা হয়। এ আয়োজনের উদ্যোক্তা ইসমাঈল হোসাঈন উপস্থিত অতিথি ও প্রতিযোগিদের সামনে সঠিক মাপের পতাকার আকার ও বিভিন্ন ধরনের পতাকার ধারণা দেন।

Most Popular

Recent Comments