24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতঝালকাঠিতে মাদকসহ নারী গ্রেফতার।

ঝালকাঠিতে মাদকসহ নারী গ্রেফতার।

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজার স্ত্রী বিলকিস বেগম (২৬) আটক হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের একটি বাসা থেকে ইয়াবার চালান সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে বলে জানা গেছে। ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী আরমান হক রাজার বাসভবনে অভিযান চালায়। ঘরে আরমান হক রাজাকে না পেলেও তার মাদক ব্যবসার বিশ্বস্ত সহযোগী স্ত্রী বিলকিস বেগম কে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

Most Popular

Recent Comments