ঝালকাঠি প্রতিবেদক,
মুক্তিযুদ্ধ, রণাঙ্গন ও বধ্যভূমি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ১৪ ডিসেম্বর বিকেলে ঝালকাঠির পালবাড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সচেতন নাগরিক কমিটি ঝালকাঠি সভাপতি হেয়ামেত উদ্দিন হিমু, রাজাপুর সরকারি কলেজের শিক্ষক, গবেষক ড. কামরুন্নেসা আজাদ প্রমুখ।
মুক্তিযুদ্ধ, রণাঙ্গন ও বধ্যভূমি গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইসমাঈল হোসাঈনের সঞ্চালনায় সভার বক্তারা মুক্তিযুদ্ধে ঝালকাঠির অবদানের কথা তুলে ধরেন। স্মরণ করেন শহিদ বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা এবং এদের পরিবারবর্গের ত্যাগের কথা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক ঝালকাঠি জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ। উপস্থিত সকলে মুক্তিযুদ্ধ, রণাঙ্গন ও বধ্যভূমি গবেষণা কেন্দ্রের কাজে সহায়তার আশ্বাস দেন।