26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৫ বছর আজ।

ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৫ বছর আজ।

ঝালকাঠি প্রতিবেদক,

২০০৫ সালের ১৪ই নভেম্বর আদালতে যাওয়ার পথে নিজ বাসভবনের সামনে জেএমবির বোমা হামলায় শহিদ হন তৎকালীন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ। বিচারক হত্যার ১৫ তম বছরে আজ শনিবার সকালে শোক আর শ্রদ্ধা- ভালবাসায় দিনটিকে স্মরণ করছেন ঝালকাঠির বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবিরা। সকাল সাড়ে ৯টায় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মুনসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীরা। পরে শহিদ জগন্নাথ ও সোহেল স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ২০০৫ সালের এই দিনে শহরের পূর্বচাঁদকাঠী জজ কোয়াটার সড়কে সকাল পৌনে ৯ টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে জেএমবি বোমা হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই মারা যান সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে। এ ঘটনায় দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই ও মামুনসহ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Most Popular

Recent Comments