17.4 C
Bangladesh
Monday, December 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহ উদ্ধার।

ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহ উদ্ধার।

আমিনুল ইসলাম রাব্বি, ঝালকাঠি প্রতিনিধিঃ

রাজাপুরে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি বাজার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীকে মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিক ভাবে ধারণা রাজাপুর থানা পুলিশের।
এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় ১৪ থেকে ১৫ দিন পূর্বে হঠাৎ কাটাখালি বাজারে এসে থাকতে শুরু করে ওই নারী। ৪/৫ দিন থেকেই তাকে দেখে অসুস্থ মনে হয়েছে এবং খাবার খাওয়া ছেড়ে দেয়। শনিবার সকালে টলঘরে পরে থাকতে দেখে স্থানীয়রা রাজাপুর থানা পুলিশে খবর দেয়া হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

Most Popular

Recent Comments