27.2 C
Bangladesh
Friday, January 17, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠটানা দ্বিতীয় বারের মতো পিরোজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ৯২ নং স্কুল

টানা দ্বিতীয় বারের মতো পিরোজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ৯২ নং স্কুল

মোঃ ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালিকা ( অনুষ্ঠিত ২০২৫) টানা দ্বিতীয় বারের মতো পিরোজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৯২ নং উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা স্টুডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক পিরোজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খান মোঃ আবু নাসের, সহকারী জেলা প্রশাসক পিরোজপুর।
সভাপতিত্ব করেন মোস্তফা কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিরোজপুর।
সকলের উপস্থিতে অতিথিরা খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন।


৯২ নং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক মুরাদুল ইসলাম বলেন আমাদের বিদ্যালয় টানা দ্বিতীয় বারের মতো পিরোজপুর জেলা পর্যায়ে চ্যোম্পিয়ান হয়ে অনেক আনন্দিত। আমাদের মেয়েরা শক্তিশালী নাজীরপুর উপজেলার বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো পিরোজপুর জেলা চ্যাম্পিয়ান হয়।আমরা গতবছর বিভাগীয় পর্যায়ে অল্পের জন্য চ্যাম্পিয়ান হতে পারি নায়,ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আগামীতে যেনো চ্যাম্পিয়ান হতে পারি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুকুল খানম বলেন আমাদের মেয়েরা টানা দ্বিতীয় বারের মতো জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে আসছে, আমরা আশাবাদী আমাদের মেয়েরা বিভাগীয় পর্যায়ে ও চ্যাম্পিন হয়ে আসবে ইনশাআল্লাহ সকলে ওদের জন্য দোয়া করবেন এবং বিত্তবানদের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করছি।
সেরা খেলোয়াড় মাহিয়া আক্তার মাহি বলেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আরো ভালো খেলতে পারি এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চাই।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে তানহা আক্তার, তিনি বলেন আমার স্বপ্ন হলো জাতীয় পর্যায়ে খেলতে চাই ইনশাআল্লাহ ।

Most Popular

Recent Comments