মারিয়াম লাবনী,পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ‘টেংরাখালী যুব সংঘ পরিষদের’ উদ্যোগে আয়োজিত ডিজিটাল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আরিফুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ স্থানীয় নৃত্রীবৃন্দ।
সভাপত্বি করেন টেংরাখালী যুব সংঘ পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুল খালেক আকন।
টেংরাখালী যুব সংঘ পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হকতুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোঃ নাছির উদ্দীন গাজী তিনি তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে টেংরাখালী বাসির দাবি একটা রাস্তার কথা তিনি তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যর শুরুতে সবাইকে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার শুভেচ্ছা জানান। এবং তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর সেই লক্ষ্য কাজ করছে তার সরকার এবং সরকারের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পটুয়াখালী ১ আসনের মাননীয় সংসদ জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিঞা নিরলস ভাবে কাজ করে চলছে। এবং তিনি তাঁর বাবা শাহজাহান মিঞার মাধ্যমে টেংরাখালী বাসির চাওয়া রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় অ্যাভেঞ্জারস বনাম টেংরাখালী সুপার কিংস।
টেংরাখালী সুপার কিংস চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ।
সেরা টুর্নামেন্ট আয়োজনের জন্য সংগঠনের প্রচার সম্পাদক মোঃ ইমতিয়াজ হোসেন এবং সহ কোষাধ্যক্ষ মোঃ রাহাত খান কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজ সেবক মোঃ বেলাল আকন
খেলা পরিচনায় ছিলেন মোঃ জামাল হোসেন, মোঃ হারুন খান, আল আমিন খান, মোঃ হাসান, মোঃ ইমরান, মোঃ সাব্বির সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।