পটুয়াখালী প্রতিনিধিঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর গলাচিপা উপজেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আতিকুর রহমান ও সদস্য সচিব হিসেবে রিসাত রায়হান কে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) ভবনে পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা ও সাধারণ সম্পাদক সোয়েব মাহমুদ স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব রিসাত রায়হান বলেন,‘আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের সকল ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে যাবো। এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের নিপীড়ন বন্ধ করতে সদা তৎপর এবং প্রতিজ্ঞাবদ্ধ।’