15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeরাজনীতিঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ১লা নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গাজী মোহাম্মদ তৌহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারেনি, তাদের কোনো আয়ের উৎস ছিলো না। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির কর্মীরা এখন বুক ভরে নি:শ্বাস নিতে পারছে। এই সুযোগে কিছু নেতাকর্মী তাড়াহুড়ো শুরু করেছে। এসব তাড়াহুড়ো বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শুক্রবার শেষ বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন আরো বলেন, বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২’শ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই দলে কেউ অন্যায় করে পার পায় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য। বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে জানিয়ে আর এক থেকে দেড় বছর ধৈর্য ধরার আহবান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে আরো সংযত ও সহনশীলতা দেখাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরুজ্জামান খোকন, সদস্য আহবায়ক কমিটি পটুয়াখালী জেলা বিএনপি, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, জহিরুল ইসলাম শাহীন গাজী, মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার কামরুল আহসান, আব্দুর রহমান ফরাজী, সভাপতি রাঙ্গাবালী উপজেলা বিএনপি, আব্দুল আজিজ মুসল্লী, সভাপতি কুয়াকাটা পৌর বিএনপি, গাজী মোহাম্মদ ফারুক, সভাপতি কলাপাড়া পৌর বিএনপি, আব্দুল জলিল হাওলাদার, সভাপতি মহিপুর থানা বিএনপি, মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি, এডভোকেট মোহাম্মদ শাহজাহান পারভেজ, সাধারণ সম্পাদক, মহিপুর থানা বিএনপি। মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি, বিশ্বাস শফিকুর রহমান টুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি, অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি, মোঃ সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি, কামরুজ্জামান কাজল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি কলাপাড়া, মোহাম্মদ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত আহবায়ক কলাপাড়া উপজেলা যুবদল, মোহাম্মদ জাকির হোসেন বাদল মৃধা, আহবায়ক স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সহ-সভাপতি গোলাম গোলাম মুজতবা মিরাজ, গাজী অলিউল্লাহ রিয়াজ, ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম শাহজুল ইসলাম (সাজু), মোয়াজ্জেম হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম, হান্নান মাতুব্বর, জিল্লুর রহমান, আহমেদ সিহাব, সোহাগ ব্যাপারী, আবু হাসান শিমুল, এইচ এম ইব্রাহিম, এইচ এম ফারুক, মশিউর রহমান প্রমুখ।

Most Popular

Recent Comments