বিশেষ প্রতিনিধিঃ মোঃ ফেরদৌস মোল্লা
ঢাকার ধনমন্ডি তে অবস্হিত পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহকারী ব্যাবস্হাপক নিখিল সরকার বিভিন্ন সময়ে অসুস্হ ছাত্রলীগের নেতা কর্মী দের বিভিন্ন ভাবে চিকিৎসা সেবায় সহোযোগিতা করে আসছেন।
রোগের ধরন অনুযায়ী ডাক্তার সিলেকশন সহ
টেস্টের ধরন অনুযায়ী ১০% থেকে ৫০% প্রর্যন্ত ছাড় দিয়ে থাকেন। তার সাথে কথা বলে যানা যায়!
তিনি বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর ছাত্রলীগের নেতা কর্মী এবং শিক্ষার্থী তাদের আত্নীয় স্বজনদের কে তার কাছে আসে এবং
তিনি এই ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি আরো বলেন বিভিন্ন জেলা থেকে প্রবীন আওয়ামী লীগের নেতারা যখন পপুলারে আসেন তাদের কে ও তিনি এই একইভাবে সেবা প্রদান করে থাকেন। এছাড়া ও তার এই সেবার আওতাভুক্ত সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো গরীব এবং অসহায়রা।
তিনি বলেন মানব সেবাই পরম ধর্ম.
নিখিল সরকারের গ্রামের বাড়ি নাটর সদরে
তিনি তার গ্রামের অসহায় মানুষকেও বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকেন।
বর্তমানে মানুষ চিকিৎসা সেবার নামে যেভাবে প্রতারিত এবং হয়রানির সিকার হচ্ছে তার মধ্যে থেকে নিখল সরকার এক উজ্জ্বল দৃষ্টান্ত!